আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শুক্রবার (২৬ জুলাই) তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম৷ প্রধানমন্ত্রীর নির্দেশে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছি৷ তাই শরীয়তপুরের নতুন প্রজন্মকে উৎসাহিত ও উদ্দীপ্ত করতে আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে৷ আমি বিশ্বাস করি, আজকের তরুণ প্রজন্মের এই মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে৷
মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম আরো বলেন, নড়িয়াকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে আমাদের ২৮ লাখ জিওব্যাগ ডাম্পিংয়ের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা ইতোমধ্যেই ২৯ লাখ জিওব্যাগ ডাম্পিং করে নড়িয়াকে ভাঙনের কবল থেকে রক্ষা করেছি৷
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দেওয়া হয়৷
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংক্রন্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট-ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট, ঢাকার মহাসচিব বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইইউডি/এসএইচ