শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ডিবি কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক সাতজন হলেন- হিমান্ত দেবনাথ প্রতিকুল (৩০), এমদাদুল হক (২৩), আলামীন (২৬), রফিকুল ইসলাম (২৯), রনি (২১), বিল্লাল হোসেন (৩০) ও লিটন (৪০)।
তাদের কাছ থেকে ৫৪৫ পিস ইয়াবা ও ৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে হালুয়াঘাটের কুমারগাতী এলাকা, ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর এলাকা এবং বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি ও চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সাত মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএএএম/এসএ