স্থানীয়রা জানান, দোকানটিতে চায়ের আড্ডার পাশাপাশি উঠতি বয়সী বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করতো। এ বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেছে।
দোকানটির মালিক পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লারর মাহবুবুল আলমের ছেলে শামীম।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয সংলগ্ন বন্ধ হওয়া দোকানটিতে বখাটেদের আড্ডাস্থলের পরিণত হওয়ার পাশাপাশি সেখান থেকে স্কুলগামীদের মেয়েদের ইভটিজিং করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটেদের আড্ডা বন্ধ করতেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। সেজন্য অপরাধ সংগঠিত হবার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসএইচ