শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গ্রামের এমপি সড়কের পাশের আরএনবি ব্রিক ফিল্ডের পরিত্যক্ত একটি শ্রমিক ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসআরএস