ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ট্র্যাকারের আওতায় আসছে মশক নিধনকর্মীরা: আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ট্র্যাকারের আওতায় আসছে মশক নিধনকর্মীরা: আতিক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেয়র আতিকুল ইসলাম/ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধনকর্মীদের ট্র্যাকারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 

শুক্রবার (২৬ জুলাই) মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট হলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কাউট লিডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

আতিকুল ইসলাম বলেন, যখনই বর্ষাকাল আসে, তখনই আমরা কাজ শুরু করি।

এতে হবে না। ৩৬৫ দিন সিটি করপোরেশনকে শিক্ষক, স্কাউট, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা- আমাদের সবাইকে কাজ করতে হবে।

‘জনগণকে সচেতন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হলে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাজে লাগাতে হবে। ’

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের ডিএনসিসির ৪৯টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  

এসময় উপস্থিত শিক্ষক ও স্কাউট লিডারদের মেয়র এডিস মশার লার্ভাসহ পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা ইত্যাদি সরাসরি দেখান।

ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদ, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।