ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অভিনন্দন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অভিনন্দন  ডমিনিক রাব ও একে মোমেন

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ডমিনিক রাবকে অভিন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

শুক্রবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে উল্লেখ করা হয়, ডমিনিক রাবের কাছে পাঠানো অভিনন্দনবার্তায় ড. মোমেন বলেন, যুক্তরাজ্যের নবনিযুক্ত মন্ত্রীর নেতৃত্বে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।

 

রাবের নেতৃত্বে দু’দেশে মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেছেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েল্থ বিষয়কমন্ত্রী হিসেবে ডমিনিক রাব নিযুক্ত হয়েছেন। তিনি দেশটির ফার্স্ট সেক্রেটারি অব স্টেট হিসেবেও দায়িত্ব পালন করবেন।  

২০১৮ সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডমিনিক রাব ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট হিসেবে নিযুক্ত ছিলেন। তার আগে তিনি যুক্তরাজ্যের কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের হাউজিং বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি এশার ও ওয়াল্টন এলাকার এমপি হিসেবে নির্বাচিত হন। বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর ডমিনিক রাবকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।