সমবেত সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়
পাবনা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে গেলো পাবনায়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর এ আয়োজন করে।
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় পাবনা ললিতকলা কেন্দ্র ইফার মঞ্চে জেলার প্রবীণ ও নবীণ শিল্পীরা পরিবেশন করেন গান, কবিতা, নৃত্য।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা শ্রী প্রলয় চাকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ড. মো. হাবিবুল্লাহ, শামসুর নাহার রেখা, অচিন্ত কুমার ঘোষ প্রমুখ।
সংগঠনের নবীন সদস্যদের পরিবেশনায় সমবেত সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। রবীন্দ্র ও নজরুল সংগীতের গানে নৃত্য পরিবেশ করেন সংগঠনের সদস্যরা। পরে একে একে সংগীত পরিবেশন করেন ওস্তাদ প্রদীপ দাস, বংকেশ সরকার, আবুল কাশেম, শফিক উদ্দিন আহম্মেদ, শ্যামলী সরকার, মারুফা মঞ্জুরী সৌমি, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, লেয়া সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।