ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বুড়িগঙ্গায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ইমন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 

শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার জানিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বসবাস করে স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।  

তিনি আরও জানান, ইমন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়। বিকেল থেকে ডুবুরিদল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোঁজ হওয়ার স্থানের আশপাশ থেকে ইমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।