শুক্রবার (২৬ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে এ উপলক্ষে প্রীতি সম্মিলনী হয়। কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের প্রাণের এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশাহ ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় তারা বলেন, সংবাদমাধ্যমে কুষ্টিয়া জেলার সাংবাদিকরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা সত্যিই অনন্য। তবে সঠিক সাংবাদিকদের জায়গা আরও দৃঢ় করতে নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে অনুষ্ঠান আলোকিত করেন বিশিষ্ট গবেষক, শিক্ষক ও সাংবাদিক ড. আনোয়ারুল করিম, প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেনসহ অনেকে।
এর আগে ১ ফেব্রুয়ারি দীর্ঘ প্রতিক্ষার পর ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম’। ওইদিন বিশেষ সভায় ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রায় পাঁচ মাস পর প্রীতি সম্মিলনীর মধ্য দিয়ে কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
প্রীতি সম্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন। অনুষ্ঠান শেষ হয় কমিটির সভাপতি ও মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এইচএমএস/এএ