ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে বাসচাপায় চা বিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ফুলবাড়ীতে বাসচাপায় চা বিক্রেতা নিহত

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় বাসচাপায় আয়নাল হক (৩৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে আটটার দি‌কে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন দোকানে চা বিক্রি করে জী‌বিকা নির্বাহ ক‌রেন। তিনি প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বের হলে খাজা পরিবহন নামে একটি বাস ব্র্যাকের মোড়ে আয়নালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহতাস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এমতাবস্থায় রংপুর নেওয়ার পথে মৃত্যু হয় আয়নালের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, বিষয়টি আমি শুনেছি। মরদেহ এখনও ফুলবাড়ীতে এসে পৌঁছায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।