শনিবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।
শ্যামলী বাস টার্মিনালে নওগাঁর টিকিটপ্রত্যাশী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা আক্তার বাংলানিউজকে বলেন, অগ্রিম টিকিট না পেয়ে বাধ্য হয়ে ৭ তারিখের (৭ আগস্ট) তিনটি টিকেট কিনলাম।
শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এবারের ঈদযাত্রায় গতবারের তুলনায় আমাদের গাড়ি কম। সড়কে অনেক যানজট থাকবে বলেই এবার গাড়ি কম নামছে। শনিবার (২৭ জুলাই) শুধু ৬ ও ৭ আগস্টের টিকিট আছে। এখান থেকে পঞ্চগড়, বালিয়াডাঙ্গী ও রানী সংকরের টিকিট বিক্রি করছি। এবারের ঈদযাত্রায় সবচেয়ে বেশি চাপ থাকবে ৮ ও ১০ আগস্ট।
গাবতলী বালুর মাঠে অগ্রিম টিকিট কিনতে এসেছেন বেসরকারি কর্মকর্তা মো. মমিন। তিনি বাংলানিউজকে বলেন, নাবিল ও এনা পরিবহনের কাউন্টার ঘুরে টিকিট না পেয়ে এখানে এসেছি। প্রায় দেড় ঘণ্টা ঘোরার পর একটি টিকিট পেয়েছি ৭ আগস্টের। কিন্তু, দরকার দু’টি। এখনো আরেকটি টিকেট খুঁজছি। পরিবার ও বাচ্চাকে নিয়ে ঈদে বাড়ি যাবো। ৮, ৯ ও ১০ আগস্টের কোনো টিকিট নেই। এখন অফিস থেকে অগ্রিম ছুটি নিতে হবে।
গাবতলী বালুর মাঠে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার লিটন বাংলানিউজকে বলেন, শুক্রবারের (২৬ জুলাই) তুলনায় শনিবার (২৭ জুলাই) যাত্রীর চাপ কম। অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। ৮, ৯ ও ১০ আগস্টের কোনো টিকিট নেই। শুধু ৫ ও ৬ তারিখের টিকিট আছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএমআই/একে