ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গায় আক্রান্ত পর্যটনখাত: এইচ টি ইমাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
রোহিঙ্গায় আক্রান্ত পর্যটনখাত: এইচ টি ইমাম

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, রোহিঙ্গাদের কারণে আমাদের পর্যটনখাত আক্রান্ত। এছাড়াও আক্রান্ত হয়েছে শুটকি ও চিংড়ি রপ্তানি।

শনিবার (২৭ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফারেন্স হলে ‘রোহিঙ্গা ক্রাইসিস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড সাসটেইনেবল সলিউশনস’ শীর্ষক দু’দিনের আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, আমাদের অভ্যন্তরীণ আয়ের একটি বড় উৎস হচ্ছে কক্সবাজার।

প্রতি শুক্র ও শনিবার তিন লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন। এসব পর্যটকরা রোহিঙ্গাদের কারণে আক্রান্ত।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কক্সবাজারে দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বন্দরও রয়েছে। কক্সবাজার থেকেই সবচেয়ে বেশি শুটকি মাছ রপ্তানি হয়। সেখানে সর্বাধিক সংখ্যক চিংড়ি হ্যাচারিজ রয়েছে। রোহিঙ্গাদের কারণে এসবও আক্রান্ত হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে, রোহিঙ্গাদের কারণে পর্যটন, মৎস্য, বনজ সম্পদ ও স্থানীয় মানুষ আক্রান্ত হয়েছে।

রোহিঙ্গাদের কারণে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলোর বিষয়ে এইচ টি ইমাম বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে- ক্ষুদ্র এলাকায় বেশি মানুষের বসবাস। এটি কীভাবে কমানো সম্ভব তা বের করা। ভৌগলিক অসামঞ্জস্যতা তৈরি হয়েছে, তা দূর করা। স্থানীদের অর্থনৈতিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে, এর সমাধান করা। রোহিঙ্গা সমস্যা এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, তা প্রতিরোধ করা। আরও বেশি স্বাস্থ্য ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মানব ও মাদক পাচার প্রতিরোধ করা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, রোহিঙ্গা সমস্যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকার রোহিঙ্গাদের বসবাসের জন্য ৬ হাজার ৫শ’ একর জায়গা দিয়েছে। স্থানীয়দের তুলনায় রোহিঙ্গাদের পরিমাণ দ্বিগুণেরও বেশি। সরকার তাদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহকারী আঞ্চলিক প্রতিনিধি আলিস্টেইর বোল্টন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনাজির আহমেদ প্রমুখ। এছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সাবেক মন্ত্রী ড. সৈয়দ হামিদ আলবার।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।