শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চাকুয়া পুরাতন শীতলক্ষ্যা নদীর ঘাট এলাকার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সুজন উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুলাই) দিনগত রাতে উপজেলার ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে এক নারী স্থানীয় বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করেন। এরপর থেকে সুজনের মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায় এবং শনিবার (২৭ জুলাই) স্থানীয় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার লুঙ্গি ও গামছা উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরই সূত্র ধরে স্থানীয় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খানিক দূরে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশ থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা সুজনকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএটি