ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে লাগানো হবে ১ কোটি খেজুর গাছের বীজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বরিশালে লাগানো হবে ১ কোটি খেজুর গাছের বীজ

ব‌রিশাল: বরিশালে এক কোটি খেজুর গাছের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ব‌রিশা‌লের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান।

জেলা প্রশাসকের আয়োজনে ও বন অধিদপ্তর বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূ‌চির মাধ্য‌মে জেলার ১০টি উপজেলায় প্রায় এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হ‌বে।

শনিবার একযোগে বরিশাল জেলার ১০ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির চারপাশে এবং প্রত্যেক গ্রামীণ সড়কের পাশে খেজুর গাছের বীজ বপন কর্মসূচির কার্যক্রম শুরু হয়। আগামী তিন মাস ধরে পর্যায়ক্রমে প্রায় এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে।

জেলা প্রশাসক ছাড়া উ‌দ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভা‌গের উপ-প‌রিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদসহ জনপ্রতিনিধি এবং পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা‌দেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।