শনিবার (২৭ জুলাই) দুপুরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চার জন আহত হন। এসময় ২৫টি বাড়িঘর ভাঙচুর ও দোকান লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত আক্তার মোল্লা (৪০), ইসরাইল (৪৫), শহিদুল (৬৫), মোজাম্মেল হোসেনকে (৫৭) মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমুড়িয়া গ্রামের শোহেল হোসেন ও টিপু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার (২৭ জুলাই) দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চার জন আহত হন ও বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়। পরিস্থিত এখন শান্ত। তবু, অতিরিক্ত নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
একে