ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বগুড়ায় স্কুলছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেফতার ২

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে গণর্ধষণের ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার বিশ্বা পূর্বপাড়া গ্রামের দীজেন্দ্রনাথ তালুকদারের ছেলে দীপক কুমার তালুকদার (১৯) ও একই গ্রামের গিরেন্দ্রনাথ তালুকদারের ছেলে পীযূষ তালুকদার (২০)।


 
এর আগে গণধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা স্বপন বাদী হয়ে গ্রেফতার দুইজনসহ মোট তিনজনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩)/৩০ ধারায় মামলাটি (নং ৪৫) দায়ের করা হয়েছে।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারদের দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাইয়ের ঘটনা। মেয়েটির বাবা স্থানীয় বাজারে মশলা বিক্রির করতে যান। বিকেলে প্রতিবেশী এক বান্ধবীর বাড়ি যেতে চাইলে পথিমধ্যে দূর সম্পর্কের চাচাতো ভাই সবুজ কুমার তালুকদার তাকে দীপক কুমার তালুকদারের বাড়ি নিয়ে যায়।
 
এ সময় তার বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে তিনজন মিলে সপ্তম শ্রেণী পড়ুয়া ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে বিষয়টি কাউকে জানালে হত্যারও হুমকি দেয় তারা।  
 
পুলিশ জানায়, তিনজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করলেও এখনও ধর্ষক সবুজ কুমার তালুকদারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম বলেন, আসামি সবুজকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।