ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রী ভেবে পুলিশকে গাড়িতে তুলে ছিনতাই, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
যাত্রী ভেবে পুলিশকে গাড়িতে তুলে ছিনতাই, আটক ৪

ঢাকা: রাজধানীর মহাখালী আমতলী থেকে যাত্রী মনে করে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গাড়িতে তুলে সর্বস্ব লুট করে নিয়েছে ছিনতাইকারী চক্র। 

ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে মালামাল লুটের ঘটনায় চক্রটির চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- বজলু আলমগীর, মাসুম বিল্লাহ, মুক্তার হোসেন ও মোহাম্মদ আলী।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার, রড, লাঠি ও চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ জুলাই রাতে ডিএমপির এসআই কেএম নূর-ই-আলম ছুটিতে নেত্রকোণায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে একটি টেলিভিশন, একটি মোবাইল ও অন্যান্য মালামাল ছিল। রাত দেড়টার দিকে আমতলীতে তিনি একটি মাইক্রোবাসে ৩০০ টাকায় নেত্রকোণা যাবেন বলে ঠিক করেন।

গাড়িতে ওঠার পরই তার সঙ্গে আরও দুজন উঠে নূর-ই-আলমের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। পরে তারা নূর-ই-আলমের মানিব্যাগ থেকে এটিএম কার্ড বের করে পিন জেনে নেয়। একটি বুথে ঢুকে কার্ড ঢুকিয়ে দেখে সেখানে টাকা নেই।  

এরপর তাকে গাড়িতে প্রচণ্ড মারধর করে ছিনতাই চক্রের সদস্যরা। এক পর্যায়ে মালামাল কেড়ে নিয়ে কিছুদূর গিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়।

পরে এসআই নূর অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি টিম শুক্রবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে ওই ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে বলে জানান মাহবুব আলম।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।