শনিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই সদস্যের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাংকটাউন ব্রিজ এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই তিন শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো- আকাশ (১৭), রাজন (১৭) ও মেহেদি (১৮)। তারা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ জোনের কমান্ডার আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসে। দুপুর ১২টার দিকে এদের মধ্যে ৫ শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। কিন্তু প্রচণ্ড স্রোতের মধ্যে দুই শিক্ষার্থী পানি থেকে উঠে আসতে পারলেও মেহেদি, রাজন ও আকাশ তলিয়ে নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। ইতোমধ্যে আমাদের দুই ডুবুরি নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।
আরো পড়ুন> সাভারে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরএ