শনিবার (২৭ জুলাই) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৬ জুলাই) উপজেলার উচিরপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে কালো রংয়ের কাপড়ের চেক ব্যাগের ভেতর লাল পলিথিন দিয়ে মোড়ানো মানুষের কঙ্কালের ২৯৬টি হাড়সহ সর্বমোট ৪৫০টি হাড় উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজন হলেন- ময়মনসিংহের কোতোয়ালির নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৬), হালুয়াঘাটের বাউসা এলাকার আমির হোসেনের ছেলে আব্দুল জলিল (২৫), জামালপুরের সিহাটা বাজার বাকাইল এলাকার আনসার আলীর ছেলে সুমন মিয়া (২২) ও মৌলভীবাজার কুলাউড়া থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার নাসির দর্জির ছেলে রাহেল (২০)।
আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ আলী বাংলানিউজকে জানান, ওই চারজন দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল বিভিন্ন হাসপাতালে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরবি/