শনিবার (২৭ জুলাই) দুপুরে বেলপুকুর এবং বানেশ্বর এলাকার দু’টি জায়গা পরিদর্শন করেন তারা। এসময় রাজশাহীতে দ্রুত লেদার অ্যান্ড ট্যানারি শিল্পপার্কের জায়গা নির্ধারণ করে কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়।
শিল্পপার্কের জায়গা পরিদর্শনের সময় বিসিকের জিএম বশির আহমেদ, খন্দকার আমিরুজ্জামান, আঞ্চলিক পরিচালক তামান্না রহমান, উপ ব্যবস্থাপক শামীম হোসেন, বিসিক রাজশাহীর শিল্পনগরী কর্মকর্তা ওয়ায়েস কুরুনী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশসাক (রাজস্ব) আবু আসলাম, রাসিক মেয়রের একান্ত সচিব আলমগীর কবির উপস্থিত ছিলেন।
উত্তরাঞ্চলের চামড়া কেন্দ্রীক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রাজশাহীতে লেদার অ্যান্ড ট্যানারি শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে গত ১৫ জুলাই শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠক করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৈঠকে কাজ দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই দিনে বিসিক চেয়ারম্যান মোশ্তাক হাসানের সঙ্গেও বৈঠক করেছিলেন মেয়র।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসএস/এইচএডি