ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় হোটেলে অনৈতিক কাজ, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
খুলনায় হোটেলে অনৈতিক কাজ, আটক ৩

খুলনা: খুলনায় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোটেল মালেক (আবাসিক) থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) দুপুরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক তিনজন হলেন- মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার এক নম্বর ফেজের পাঁচ নম্বর রোডের ৪০ নম্বরের আফজাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেন (৫৬) (হোটেল ম্যানেজার), গোপালগঞ্জের কাশিয়ানী থানার চাপতা গ্রামের ইবাদত মিনার মেয়ে শম্পা খানম (২০) ও গোপালগঞ্জের মোকসেদপুর থানার টেংরাখোলা বাজারের বুলবুল শেখের স্ত্রী কাজল বেগম (২৫)।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।