শনিবার (২৭ জুলাই) দুপুরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তিনজন হলেন- মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার এক নম্বর ফেজের পাঁচ নম্বর রোডের ৪০ নম্বরের আফজাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেন (৫৬) (হোটেল ম্যানেজার), গোপালগঞ্জের কাশিয়ানী থানার চাপতা গ্রামের ইবাদত মিনার মেয়ে শম্পা খানম (২০) ও গোপালগঞ্জের মোকসেদপুর থানার টেংরাখোলা বাজারের বুলবুল শেখের স্ত্রী কাজল বেগম (২৫)।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমআরএম/আরআইএস/