ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় বাসের ধাক্কায় সৈয়দ আনোয়ার হোসেন পলাশ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশ জেলা শহরের মৃত সৈয়দ মনসুর আলীর ছেলে।

তিনি জেলা শহরে ডায়াগনস্টিক ও ক্লিনিক ব্যবসায়ী বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল হক বাংলানিউজকে জানান, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ ফিরছিলেন পলাশ। পথে ঘটনাস্থলে ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।