শনিবার (২৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশ জেলা শহরের মৃত সৈয়দ মনসুর আলীর ছেলে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল হক বাংলানিউজকে জানান, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ ফিরছিলেন পলাশ। পথে ঘটনাস্থলে ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতালে ও পরে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস