শনিবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধসহ আহত চারজন হলেন- বাবুল হোসেন (৪৫), মহসীন (৩৭), আতিকুল্লাহ মিঠু (৩৮), আবু তাহের (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ এ এ মান্নান বাংলানিউজকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে রূপগঞ্জের একটি কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়ার সময় পাইপ লাইনে বিস্ফোরণ হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
এ ঘটনায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নতুন গ্যাস সংযোগ দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটেছে বলেও জানান ফায়ার সার্ভিসের ইনচার্জ মান্নান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বাংলানিউজকে জানান, বিস্ফোরণে বাবুলের ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও মহসিন, তাহের ও মিঠুর শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এজেডএস/আরআইএস