শনিবার (২৭ জুলাই) বিকেলে র্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৪ জুলাই দিনগত রাতে ব্যবসায়ী মো. আব্দুল জলিল হাওলাদারকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএস/এইচএডি