ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
সিংড়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে ইয়াছিন আলী মোল্লা (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার গরু ব্যবসায়ী।

শনিবার (২৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার বামিহাল দুর্গাপুরের সারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের রওশন মোল্লার ছেলে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে গরু কেনার উদ্দেশে দুপুরে ভটভটিতে করে হাটে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ওই এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াছিনসহ গুরুতর আহত হন পাঁচ গরু ব্যবসায়ী।  

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। অপর চার জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।