শনিবার (২৭ জুলাই) বিকেলে কারা পুলিশের সহায়তায় ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে। জালাল ফতুল্লার মৃত হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমি জেল সুপার, জেলার/সুবেদার বলছি পরিচয়ে দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন জালাল। মোবাইলে কল করে বলে, ‘কারাগারে বন্দি থাকা আপনার… অসুস্থ, অপারেশন করা লাগবে। জেলখানায় ডাণ্ডাবেড়ি পরানো হচ্ছে’ এ বলে টাকা দাবি করেন তিনি। আসামির দ্বারা যারা ভিকটিম, তাদের সহায়তায় জালালকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রতারণার অভিযোগে জালালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরবি/