ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘হ্যালো আমি কারাগার থেকে বলছি, দ্রুত টাকা পাঠান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
‘হ্যালো আমি কারাগার থেকে বলছি, দ্রুত টাকা পাঠান’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা স্বজনদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায়ের সঙ্গে জড়িত জালাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুলাই) বিকেলে কারা পুলিশের সহায়তায় ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে। জালাল ফতুল্লার মৃত হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আমি জেল সুপার, জেলার/সুবেদার বলছি পরিচয়ে দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন জালাল। মোবাইলে কল করে বলে, ‘কারাগারে বন্দি থাকা আপনার… অসুস্থ, অপারেশন করা লাগবে। জেলখানায় ডাণ্ডাবেড়ি পরানো হচ্ছে’ এ বলে টাকা দাবি করেন তিনি। আসামির দ্বারা যারা ভিকটিম, তাদের সহায়তায় জালালকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রতারণার অভিযোগে জালালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।    

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।