শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার কুয়াকাটা সৈকতের জিরোপয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাকিম কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের কালু শরীফের ছেলে।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুয়াকাটা জোন) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বাংলানিউজকে জানান, ময়না-তদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কোনো কারণ এখনো জানা যায়নি, তবে হাকিমের মাথার সামনে ও পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস