শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উখিংনু বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তন ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন।
উখেংনু রাখাইনের বাবা মংবা অং মংবা জানান, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন উখেংনু। পরে তাকে বাড়িতে নিয়ে এলে জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে উখেংনুর মৃত্যু হয়।
উখেংনুর সহপাঠী ফার্মেসি ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিফাত খান বলেন, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখেংনুকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে তার শারীরিক বিভিন্ন টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে।
এদিকে কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে তার সৎকার করানো হবে বলে জানান উখেংনুর বাবা মংবা অং মংবা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরআইএস