শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে মেঘনা নদী দূষণ ও দখল রোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, সব মিল-ফ্যাক্টরির মালিকরা আইন মেনে চলতে হবে। কোনো অবস্থাতে তারা নদীতে বর্জ্য ফেলতে পারবে না।
সভায় স্থানীয় সরকারের সচিব হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পরে মন্ত্রী মেঘনা নদী পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরবি/