শনিবার (২৭ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করা হয়। ফাহাদ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মো. সিদ্দিক হাওলাদারের ছেলে ও খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ফুটবল খেলা শেষে বাড়ির পাশের কালনি খালে গোসল করতে নেমে নিঁখোজ হয় স্কুলছাত্র ফাহাদ।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএস/আরআইএস/