ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ত্রাণের চাল কম দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ফরিদপুরে ত্রাণের চাল কম দেওয়ার অভিযোগ

ফরিদপুর: বন্যায় পানিবন্দি মানুষের জন্য বরাদ্দ মাথাপিছু ১০ কেজি চালের বদলে দেওয়া হয়েছে আট কেজি করে চাল। এতে ক্ষোভ প্রকাশ করেছে বন্যায় ক্ষতিগ্রস্তরা। পরে অবশ্য এ ঘটনা জানাজানি হলে সঠিক পরিমাণে চাল দেওয়া হয়।

শনিবার (২৭ জুলাই) চরভদ্রাসন উপজেলা খাদ্য গুদাম থেকে উপজেলা পরিষদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আকলিমা (৩৬), নুরজাহান (৬০), ফাজেলখার ডাঙ্গীর আসমা বেগম (৪০), বাদুল্লাহ মাতুব্বরের ডাঙ্গীর শেখ ছালাম (৫৬) ও কে.এম. ডাঙ্গীর মো. রফিকুলসহ অনেকেই প্রতি ১০ কেজিতে ২ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ করেন।

ওজনে কম রয়েছে সন্দেহ হলে তারা একাধিকবার ওজন করিয়ে দেখেন প্রতি ব্যাগে মাত্র ৮ কেজি করে চাল দেওয়া হয়েছে।  

চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খান বাংলানিউজকে জানান, ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর পর ওজনে কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাদের কম দেওয়া হয়েছে তাদের আবার ডেকে সঠিক পরিমাপে চাল দেওয়ার জন্যও সুপারিশ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল সাইদ জানান, ত্রাণ বিতরণের জন্য খাদ্য গুদাম থেকে ৩০ কেজির বস্তা সরবরাহ করা হয়। কিন্তু সেখানে প্রতি বস্তায় ৩০ কেজির জায়গায় ২৮/২৯ কেজি করে চাল রয়েছে। তাই বিতরণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরুতে সমস্যা দেখা দিলেও পরে সঠিক পরিমাপে চাল বিতরণ করা হয়েছে। যারা কম পেয়েছে তালিকা দেখে তাদের ঘাটতি পূরণ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।