শনিবার (২৭ জুলাই) বিকেল উপজেলার গাঁড়াডোবা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলেন- স্বামী দাউদ হোসেন ও স্ত্রী শহিদা খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও’র ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছিল দাউদ ও শহিদার পরিবারের। ভ্যান চালানোই ছিল এ ঋণগ্রস্ত পরিবার আয়ের একমাত্র উৎস। বিভিন্ন এনজিওর ঋণের টাকা পরিশোধ নিয়ে তারা দু’জন (স্বামী-স্ত্রী) প্রতিদিনই ঝগড়া-ঝাটি করতেন। শনিবার তারই জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীও গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, পোড়াপাড়া গ্রামের ভ্যান চালক দাউদ হোসেন ও তার স্ত্রী সাহিদা খাতুনের মধ্যে এনজিও’র ঋণ নিয়ে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। কলহের জেরে দুপুরের দিকে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর তিনি বাড়ির পাশে মাঠের একটি আম গাছে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টি তদন্ত শেষে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ