ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
গাংনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।

শনিবার (২৭ জুলাই) বিকেল উপজেলার গাঁড়াডোবা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন- স্বামী দাউদ হোসেন ও স্ত্রী শহিদা খাতুন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে দাউদ স্থানীয় মাঠ থেকে হোসেন ও ঘর থেকে শহিদার মরদেহ উদ্ধার করে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও’র ঋণের জালে  জর্জরিত হয়ে পড়েছিল দাউদ ও শহিদার পরিবারের। ভ্যান চালানোই ছিল এ ঋণগ্রস্ত পরিবার আয়ের একমাত্র উৎস। বিভিন্ন এনজিওর ঋণের টাকা পরিশোধ নিয়ে তারা দু’জন (স্বামী-স্ত্রী) প্রতিদিনই ঝগড়া-ঝাটি করতেন। শনিবার তারই জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীও গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, পোড়াপাড়া গ্রামের ভ্যান চালক দাউদ হোসেন ও তার স্ত্রী সাহিদা খাতুনের মধ্যে এনজিও’র ঋণ নিয়ে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। কলহের জেরে দুপুরের দিকে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর তিনি বাড়ির পাশে মাঠের একটি আম গাছে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টি তদন্ত শেষে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।