শনিবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ সুপার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পুলিশের গুজববিরোধী সভা, সমাবেশ ও মাইকিংসহ নানামুখী পদক্ষেপের ফলে ফেনীতে ‘ছেলেধরা’ গুজব স্তিমিত হয়ে পড়েছে।
তিনি গুজব নিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান এবং গুজব রটনাকারী ও গুজবে উস্কানিদাতাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।
এসপি বলেন, সম্প্রতি জেলায় ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার শহরের মধুপুরে এক যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার কথা বলেন।
সভায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসএইচডি/এইচএ/