স্থানীয়রা জানান, শনিবার বিকেলে রুপসীপাড়া ইউনিয়নের হাফেজ পাড়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সাদেক (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়। সে হাফেজপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
এর আগে একই উপজেলার আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় মো. রাফি (০৭) নামে এক শিশু নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়। পরে বিকেলে তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিঙ প্রু বাংলানিউজকে জানান, পৃথক এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআইএস