শনিবার (২৭ জুলাই) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার-সিলেট রোডের শ্রীরাই নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বেপরোয়াভাবে আসা অপসোনিন ফার্মার ডেভয় ডিস্ট্রিবিউটশনের পিকআপ ভ্যান একটি টমটমকে ধাক্কা দিলে, দূর্ঘটনায় কবলিত টমটমের যাত্রী সাকির মিয়া নিহত হন।
নিহত সাকির মিয়া সদর উপজেলার গোজারাই এলাকার বাসিন্দা। আহতরা হলেন টমটম চালক সদর উপজেলার কুছারমহল এলাকার মৃত ইশাদ মিয়ার ছেলে শিপন আহমেদ (২৮), টমটম যাত্রী মায়া বেগম (৫৬) ও জোসনা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার-সিলেট রোডের শ্রীরাই নগর এলাকায় দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাকির মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
টমটম চালক শিপন আহমেদ বাংলানিউজকে বলেন, নিহত সাকির মিয়া কুশালপুর এলাকায় তার একজন নিকট আত্মীয়র মৃত্যুর সংবাদ শুনে সেখানে যাওয়ার জন্য আমার টমটম ভাড়া নেন। রাস্তায় ওষুধ কোম্পানির গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে এসে সামনে কয়েকটা গাড়িকে ওভারটেক করেই আমাকে ধাক্কা মারে। আমি তখন নিয়ম মেনেই ধীরে গাড়ি চালাচ্ছিলাম।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় অপসোনিন ফার্মার গাড়ি ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ টমটমকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএএম/এসআইএস