শনিবার (২৭ জুলাই) রাত ৮ টায় এভিনিউ মিরপুর-১ এর বি ব্লকের ৩৩ নম্বর বাসা থেকে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত শিমুর চাচা মো. সায়েম বাংলানিউজকে বলেন, বিকেল পাঁচটার সময় গার্মেন্টস থেকে এসে ঘরে রাতের খাবারের জন্য সবজি কাটছিল।
তিনি বলেন, বাড়ির কেয়ারটেকার মো. মোস্তফার ছেলে ও নাতি আমার ভাতিজিকে উত্যক্ত করত। কিছুদিন আগেও বিচার করে দিয়েছে স্থানীয়রা। আমাদের প্রাথমিক সন্দেহ তাদের দিকে। এটা আত্মহত্যা নয়।
শাহ আলী থানার এসআই মশিউর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে জানার জন্য তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমআই/এমএএম/এসআইএস