ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
মিরপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহআলী থানা সংলগ্ন এলাকা থেকে শিমু (১৮) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শিমুর মরদেহ আত্মহত্যারমতো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা গেলেও আত্মহত্যা নয় বলে স্বজনদের দাবি। 

শনিবার (২৭ জুলাই) রাত ৮ টায় এভিনিউ মিরপুর-১ এর বি ব্লকের ৩৩ নম্বর বাসা থেকে শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

মৃত শিমুর চাচা মো. সায়েম বাংলানিউজকে বলেন, বিকেল পাঁচটার সময় গার্মেন্টস থেকে এসে ঘরে রাতের খাবারের জন্য সবজি কাটছিল।

পরে রাতে ঘরের ভেতরে এসে দেখি সবজিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে আর সিলিং  ফ্যানের সঙ্গে ঝুলছে শিমুর দেহ।  

তিনি বলেন, বাড়ির কেয়ারটেকার মো. মোস্তফার ছেলে ও নাতি আমার ভাতিজিকে উত্যক্ত করত। কিছুদিন আগেও বিচার করে দিয়েছে স্থানীয়রা। আমাদের প্রাথমিক সন্দেহ তাদের দিকে। এটা আত্মহত্যা নয়।  

শাহ আলী থানার এসআই মশিউর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে জানার জন্য তদন্ত চলছে।


বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমআই/এমএএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।