ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
সাভারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ

সাভার (ঢাকা):  সাভারে নির্মাণাধীন একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় দুলাল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজন হলেন- খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি (১৮)।

এছাড়া এ দূর্ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।   

স্থানীয়রা জানান, বিকেলে ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকটি দেখার জন্য ঢাকনা খোলা হয়। এ সময় পাটকাঠিতে আগুন জ্বালিয়ে ঢাকনার সামনে আনা হলে ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিন নির্মাণ শ্রমিক দগ্ধ ও অন্তত পাঁচজন আহত হন।  

আহতদের দ্রুত উদ্ধার করে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বলেন, এই দুর্ঘটনা সম্পর্কে আমরা এখনো জানি না। তবে খোঁজ নিতে সেখানে টিম পাঠাবো।

বিষয়টি নিশ্চিত করে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।