মাছটি বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আনা হলে এক পাইকারি বিক্রেতা মাছটি কিনে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পাঠান।
শনিবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গোপসাগর থেকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ৫ ফুট লম্বামাছটি জেলেরা নিয়ে আসে।
মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র ২ হাজার টাকায় কেনেন। তিনি বলেন, এ মাছটি ঢাকায় বিক্রি হবে ৫ থেকে ৬ হাজার টাকায়। স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা কম থাকায় কম টাকায় কেনা গেছে।
ট্রলারের মাঝি মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, এ মাছটি গোলপাতা হিসেবেই পরিচিত। এক সময় প্রচুর পাওয়া গেলেও এখন এ মাছ সাগরে পাওয়া যায় না।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএএম/এসআইএস