ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বেগমগঞ্জে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪, আহত ১৫ দুঘর্টনা কবলিত পিকআপ ভ্যান। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক। 

রোববার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী পশ্চিম বাজারের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুন উর রশিদ বাংলানিউজকে জানান, সকালে ছাদ ঢালায়ের জন্য ফেনী থেকে নির্মাণ সামগ্রী ও শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজারে যাওয়ার পথে চৌমুহনী বাজারের সিঙ্গার মোড় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি হারুন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।