পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় হামিদুর রহমান (৫২) ও সিরাজুল ইসলাম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের নয়নিবুরুজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বারপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান ও একই ইউনিয়নের তেলিপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম স্থানীয় ঝলইশালশিরি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের কাছে নয়নিবুরুজ রেলগেট দিয়ে পারাপারের সময় পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী একটি ডেমো ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম মারা যান। এসময় স্থানীরা গুরুতর আহতাবস্থায় প্রধান শিক্ষক হামিদুর রহমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ মঈন খন্দকার ট্রেনের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।