ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা ফেরত ৩ ডেঙ্গু রোগী শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ঢাকা ফেরত ৩ ডেঙ্গু রোগী শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গু জীবাণুবাহীরা সবাই ঢাকা থেকে ফেরত আসা বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জে বসবাসরত কেউ এখনও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়নি, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

ডেঙ্গু শনাক্ত রোগীরা হলেন, সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধোলারীহাট গ্রামের শরিফুল ইসলাম, কালিনগর গ্রামের শাহিন আলী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের মো. শাহিন।

শনিবার (২৭ জুলাই) বিকেলে ৩ রোগী শনাক্তের বিষয়টি সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিয়ষটি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা  সবাই ঢাকা ফেরত।  

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়নি। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেয়। স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসা চলছে। বর্তমানে রোগীদের অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী অবস্থার কথা বলা যাবে।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো জানান, রোগীদের সবাই ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো। ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে এটি অনেক ভয়াবহ আকার ধারণ করলেও চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি, তাই জেলার মানুষদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।