ডেঙ্গু শনাক্ত রোগীরা হলেন, সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধোলারীহাট গ্রামের শরিফুল ইসলাম, কালিনগর গ্রামের শাহিন আলী ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের মো. শাহিন।
শনিবার (২৭ জুলাই) বিকেলে ৩ রোগী শনাক্তের বিষয়টি সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিয়ষটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়নি। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেয়। স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসা চলছে। বর্তমানে রোগীদের অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী অবস্থার কথা বলা যাবে।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরো জানান, রোগীদের সবাই ঢাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো। ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে এটি অনেক ভয়াবহ আকার ধারণ করলেও চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি, তাই জেলার মানুষদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেয়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচ