রোববার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার দিঘীরপাড় মসজিদ সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত সুজনের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঢাকা-বান্দুরা সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী দ্রুত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনার পর দেড় ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার পরিদর্শক ইন্সপেক্টর তদন্ত (ওসি) গোলাম নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গাড়িটি জব্দ ও মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএইচ