ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শিশু হত্যা মামলার আসামি ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বাগেরহাটে শিশু হত্যা মামলার আসামি ঢাকায় আটক

ঢাকা: বাগেরহাটের চিতলমারী উপজেলায় শিশু খালিদ (০৬) হত্যা মামলার অন্যতম আসামি কালাম তালুকদারকে (৪৭) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৫ জুন শিশু খালিদকে অপহরণ করে হত্যা করা হয়।

এ ঘটনায় মামলার অন্যতম আসামি কালাম তালুকদারকে ঢাকার মিরপুর থেকে আটক করা হয়েছে।

১৫ জুন বিকেলে বাড়ির পাশে ঈদগাহ মাঠে খেলা করে ফেরার পথে শিশু খালিদ অপহৃত হয়। অপহরণের দুই দিন পর ১৭ জুন বিকেলে চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের একটি মাছের ঘের থেকে শিশু খালিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত খালিদ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিতলমারী সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ চৌদ্দহাজারী গ্রামের কাওসার আলী তালুকদারের ছেলে।

পুলিশের ধারণা, কাওসার আলী তালুকদারের সঙ্গে তার গ্রামের বেশকিছু মানুষের জমি ও রাজনৈতিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।