রোববার (২৮ জুলাই) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গজেরকুটি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৩ এর সাব পিলার ৬ এর পাশ দিয়ে ভোরে ৮/৯ জন মাদক চোরাকারবারী গাঁজা নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে।
পরে ঘটনাস্থল থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
লালমনিরহাট-১৫ বিজিবির অধীনস্থ শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এফইএস/আরবি/