ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে ৫২ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ফুলবাড়ী সীমান্তে ৫২ কেজি গাঁজা জব্দ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

রোববার (২৮ জুলাই) ‌ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকু‌টি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।  

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গজেরকুটি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৩ এর সাব পিলার ৬ এর পাশ দিয়ে ভোরে ৮/৯ জন মাদক চোরাকারবারী গাঁজা নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে।

এ সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা আবারও ভারতের দিকে চলে যায়।  

পরে ঘটনাস্থল থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করে বি‌জি‌বি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

লালমনিরহাট-১৫ বিজিবির অধীনস্থ শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।