ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নৌকার অবয়বে গাছ, দাম সোয়া লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
নৌকার অবয়বে গাছ, দাম সোয়া লাখ টাকা নৌকার আদলে তৈরি করা হয়েছে গাছটি। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে জমে উঠতে শুরু করেছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে মেলা প্রাঙ্গন।

মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা ফলজ, বনজ ও ফুলের নানা গাছের মধ্যে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। ভিন্নতার সূত্র ধরেই মেলায় একটি গাছের দাম হাকা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।

অবাক করার মতো দাম হলেও গাছটিকে ঘিরে ক্রেতাদের কৌতূহলের শেষ নেই।

ছোট ছোট পাতার মাঝারি আকারের নৌকার মতো করে সাজানো মালফুজিয়া এটি। এ বছর আয়োজিত বৃক্ষমেলার সবচেয়ে দামি গাছটি মেসার্স নেছারাবাদ নার্সারির স্টলে শোভা পাচ্ছে।

স্টলের কর্মী মো. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, মেলায় সবার দৃষ্টি মালফুজিয়া গাছটির দিকে। এ গাছটি পরিচর্যার মাধ্যমে এ রূপে আনতে আমাদের সময় লেগেছে প্রায় ৮ বছর।

মেসার্স নেছারাবাদ নার্সারির স্বত্বাধিকারী মানিক হোসেন বাহাদুর বাংলানিউজকে বলেন, গাছটি আমার খুব শখের। এর রূপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতিক নৌকার মতো করে।

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয় ২৫ জুলাই। বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপকূলীয় অঞ্চল আয়োজিত এ বৃক্ষমেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া এই মেলায় বসেছে ২৪টি স্টল। এর মধ্যে ৫টি সরকারি ও বাকি ১৯টি বেসরকারি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত চলে মেলার কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।