ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ছেলেধরা গুজব প্রতিরোধে এসএমপির র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ছেলেধরা গুজব প্রতিরোধে এসএমপির র‌্যালি

সিলেট: ছেলেধরা, গণপিটুনি গুজব প্রতিরোধে সচেতনামূলক র‌্যালি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। 

রোববার (২৮ জুলাই) সকালে নগরের পুলিশ লাইন্স থেকে বের হওয়া র‌্যালি রিকাবীবাজার পয়েন্ট ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন- এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ-কমিশনার (সদর) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, বিভূতি ভূষণ ব্যানার্জী, নিকুলিন চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।