রোববার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে বলিয়াপুর কন্ডা ব্রিজ এলাকা থেকে মেহেদীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর পাগলার মোড় থেকে তৌসিফ আহমেদ আকাশের মরদেহ উদ্ধার করা হয়।
তৌসিফ আহমেদ আকাশের বাড়ি সাভারের ব্যাংক টাউন এলাকায় এবং মেহেদীর বাড়ি ভোলা জেলায়। মেহেদী আগারগাঁও থাকতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বলেন, শনিবার (২৭ জুলাই) ধানমন্ডি আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসে। দুপুরে তাদের মধ্যে ৫ জন নদীতে গোসল করতে নামে। এসময় আকাশ, রাজন ও মেহেদি নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় ২৪ ঘণ্টা পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, যেখানে তারা নিখোঁজ হয় তার ১ কিলোমিটার দূর থেকে আকাশের মরদেহ এবং কিছু সময় পরে বলিয়াপুর কন্ডা ব্রিজ এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শিক্ষার্থী রাজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনটি