ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘রাইড শেয়ারিং’ চালকদের ইউনিফর্ম নির্ধারণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
‘রাইড শেয়ারিং’ চালকদের ইউনিফর্ম নির্ধারণের দাবি সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা: অ্যাপভিত্তিক ‘রাইড শেয়ারিং’ মাধ্যমে চলাচলকারী মোটরসাইকেলে সংখ্যা নির্ধারণ ও চালকদের জন্য সুনির্দিষ্ট ইউনিফর্ম নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

সংগঠনের নেতারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের (ডিডি) অপসারণের পাশাপাশি মন্ত্রণালয় থেকে নতুন অটোরিকশা নিবন্ধন বাস্তবায়নের দাবি জানান।

রোববার (২৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরে ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নামে নতুন ৫ হাজার এবং চট্টগ্রাম মহানগরে ৪ হাজার অটোরিকশা নিবন্ধনের জন্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গৃহিত হয়। অথচ বর্তমান বিআরটিএ’র চেয়ারম্যান ও চট্টগ্রামের ডিডির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। তারা বারবার নানা প্রতিবন্ধকতা তৈরি করে রাখেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও উচ্চ আদালত নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই মর্মে আদেশ দেন। কিন্তু এ দুই কর্মকর্তা কোনোভাবেই তা বাস্তবায়ন হতে দিচ্ছেন না। আমরা অনতিবিলম্বের সরকারের কাছে এ দুই কর্মকর্তার অপসারণ দাবি করছি।  

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী বলেন, বারবার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এছাড়া রাস্তায় বের হলে অটোরিকশা চালকদের নানা কারণে মামলা ও হয়রানি শিকার হতে হয়। এমতাবস্থায় অটোরিকশা মালিকদের দৈনিক জমা ৯০০ টাকার স্থলে ৭০০ টাকা নির্ধারণ করতে হবে। দুই মহানগরে ‘নো-পার্কিং’ মামলাসহ রেকারিং, ভিডিও মামলা, ডাম্পিং বন্ধ করতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে সংগঠনের নেতার দাবি আদায়ে বেশকিছু কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো-আগামী ৫ আগস্ট বিআরটিএ’র সদর দফতর ও যোগাযোগ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, ২৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, ১ সেপ্টেম্বর প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ-মিছিল এবং ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘট পালন করা হবে।

এসময় সংবাদ সম্মেলনে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ওয়াজিউল্লাহ, কোষাধ্যক্ষ মো. শাহ আলম, সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।