ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে বন্যার্তদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
সিলেটে বন্যার্তদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ  সিলেটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতারা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগ।

রোববার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।