রোববার (২৮ জুলাই) দুপুরে ধনারচর চর গ্রামের নিজ বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে বিকেল ৪টায় তার মরদেহ স্বজনরা উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চর গ্রামের বাইসাইকেল মেকার আমিনুল ইসলামের মেয়ে আমিনা বাড়ির পাশের ডোবার পাড় থেকে পাটখড়ি সংগ্রহ করতে যায়। এসময় পা পিছলে সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকলে শিশুটির মরদেহ ওই ডোবার পানিতে ভেসে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এফইএস/এএটি